ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাই, বন্ধ থাকলে ওয়েস্টিনে যাই

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভোরে তিনি মাঝে মাঝে ৩০০ ফিট সড়কের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, সেখানে বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিন হোটেলে যান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি গুলশানে একটি চাঁদাবাজির ঘটনায় নাম আসার প্রসঙ্গে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, 'প্রথমত এই বিষয়টা এখনো তদন্ত চলছে, তাই এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপরও যেহেতু আমার নাম স্পেসিফিক সেখানে এসেছে এবং নামটা আসার পরে আমি একরকম অবাকই হই।'

তিনি বলেন, 'জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম ২০২২ সালে। ৫ আগস্টের পর তার সঙ্গে আমার কখনো কথা বা দেখা হয়নি।'

ওয়েস্টিন হোটেলে যাওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, 'আমি মাঝেমধ্যে রাতে যখন কাজ শেষ হয়, কখনো ভোর হয়, সে সময় বাসায় খাওয়া-দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না। তখন আমি বেশিরভাগ সময় যাই ৩০০ ফিটের নীলা মার্কেটে। সেখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। ওখানে যাই ৪-৫ জন মিলে। আবার মাঝেমধ্যে বেশি ভোর হয়ে গেলে সেখানে বন্ধ থাকে, তখন ওয়েস্টিনে যাওয়া হয়।'