সরকারের পরিণতি কী হবে তা একমাত্র আল্লাহই জানেন: দুলু

রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। বিশ্বে কোনো অবৈধ সরকার বেশিদিন টিকতে পারেনি। এ সরকারও টিকতে পারবে না।

তিনি বলেন, আগামীতে তাদের কী পরিণতি হবে তা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন।

বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের নবাববাড়ি সড়কের বিএনপি কার্যালয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

দুলু বলেন, ‘যে সরকার জনগণের ভোটে হয়নি; তারা কখনো জনগণের জন্য বাজেট দেয় না। যেহেতু আমরা এ সরকারকে স্বীকৃতি দিইনি; তাই তাদের বাজেটকেও স্বীকৃতি দেব না।’

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে দেশের ৯৫ শতাংশ মানুষ রয়েছে। আওয়ামী লীগ ২০০৮ সালের পর থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে। নমরুদ, ফেরাউনরা জোর করে ক্ষমতায় থাকতে পারেনি; তাই অবৈধ এ সরকারও বেশিদিন থাকতে পারবে না।’ 
 
সম্প্রতি অনুষ্ঠিত ভারতের নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন, ‘সেখানে গণতন্ত্র আছে। ঐক্যবদ্ধভাবে ফেয়ার নির্বাচন হয়েছে। ওখানে বিরোধী দল কখনো ভোটে কারচুপির অভিযোগ করতে পারে না।’

শুক্রবার বিকেল ৩টায় বগুড়া শহরের কাটনারপাড়ায় করোনেশন ইনস্টিটিউশন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থেকে সাংবাদিকসহ সবার সহযোগিতা কামনা করেন।

লাল ও সবুজ দলের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু ও হেলালুজ্জামান তালুকদার লালু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। লাল দলের নেতৃত্ব দেবেন মিজানুর রহমান মিনু ও সবুজ দলের নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, মাফতুন আহম্মেদ খান রুবেল, একেএম আহসানুল তৈয়ব জাকির, অ্যাডভোকেট আবদুল বাছেদ, সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, খাদেমুল ইসলাম খাদেম, আবু হাসান, জাহাঙ্গীর আলম, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।