দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা তারেক রহমানের
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৬ জুন) এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মশুদ্ধি, আত্মতৃপ্তি আর আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে বছর ঘুরে আবারো এলো পবিত্র ঈদুল আজহা। তবে ঈদ এলেও দেশের অধিকাংশ মানুষের মনেই নেই ঈদের অমলিন আনন্দ আর উচ্ছ্বাস।
তিনি বলেন, জনগণ এখন এক কঠিন সময় পার করছে। গণতন্ত্রকামী জনগণের ত্যাগের রাজনীতির বিপরীতে চলছে ক্ষমতাসীন মাফিয়া সিন্ডিকেটের ভোগের রাজনীতি। তাবেদার অপশক্তির অবৈধ ক্ষমতা লোভের কারণে রাষ্ট্র ও সমাজে নীতি নৈতিকতা ও ধর্মীয় সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে।
তারেক রহমান বলেন, সাম্য-সম্প্রীতির পরিবর্তে রাষ্ট্র এবং সমাজে এখন পাহাড়সম বৈষম্য। একদিকে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলছে মাফিয়া চক্রের সদস্যদের বেপরোয়া লুটপাট, দুর্নীতি, টাকা পাচার। অপরদিকে, বিরাজ করছে নীরব দুর্ভিক্ষ পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যেই জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে নিত্য নিয়মিত মাফিয়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক স্বৈরাচারী শেখ হাসিনার বাচালতা আর মিথ্যাচার যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। ত্যাগের মহিমায় ভাস্বর এবারের ঈদুল আজহায় হোক তাই অঙ্গীকার- রুখতে হবে স্বৈরাচার।
তিনি বলেন, আমি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের প্রতি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।