দ্রব্যমূল্য বৃদ্ধি-লোডশেডিং: সরকারের নীতির সমালোচনা বিএনপির

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের গণবিরোধী নীতির কারণে ইউটিলিটি সার্ভিসসহ সব পণ্যের দাম বেড়েছে।

বুধবার (১৯ জুন) এক বিক্ষোভের বক্তব্যে তিনি তীব্র লোডশেডিংয়ের কারণে গ্রামাঞ্চলে জনদুর্ভোগের জন্য সরকারের সমালোচনা করেন।

তিনি বলেন, ‘সরকারের গণবিরোধী নীতির কারণে জ্বালানি, পানি ও বিদ্যুতের দাম বেড়েছে। সব জিনিসপত্রের দামও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।’

তিনি বলেন, যারা ঈদুল আজহা উদযাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মারাত্মক ভোগান্তির শিকার হন।

রিজভী আরও বলেন, ‘সরবরাহ কম থাকায় গ্রামাঞ্চলের মানুষ আইপিএস থেকে ব্যাকআপ বিদ্যুতও পান না। প্রতি দুই-তিন ঘণ্টা পর পর ১৫ থেকে ২০ মিনিটের জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয়।’

ঈদের সময় ঢাকায় গ্যাসের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। যার ফলে মানুষ রান্নাবান্না ঠিকমতো করতে না পারে।

রিজভী আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কোরবানির পশুর মাংস নষ্ট হয়ে গেছে। ‘লোডশেডিংয়ের কারণে ফ্রিজ কাজ করছিল না, গ্যাস সংকটের কারণে চুলা জ্বালানো যাচ্ছিল না।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‘তথাকথিত’ উন্নয়নের নামে কিছু ব্যক্তিকে লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি দাবি করেন, একটি গোষ্ঠী সাধারণ গরিব মানুষের জমি ও সম্পত্তি দখল করে নিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই বলে থাকেন দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় না দিতে, কিন্তু তার সরকার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে।

তিনি বলেন, ‘বেনজীর পরিবার দেশের ভিতরে-বিদেশে কত টাকার মালিক হয়েছেন তা আমরা জানি না।’