পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরকার হটানোর ষড়যন্ত্র দেখছেন কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি এসব অভিযোগের গুজব বিএনপি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন। একই সঙ্গে একে সরকার হটানোর ষড়যন্ত্র কি-না তাও ভেবে দেখে আওয়ামী লীগের নেতা কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন কাদের।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেটে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিকেল তিনটার আগ থেকে ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে বক্তব্যের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কিন্তু দুপুর দুইটার আগ থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা হাতি, ঘোড়ার গাড়ি সাজিয়ে ও পিকআপে ব্যানার-ফেস্টুন লাগিয়ে মিছিল নিয়ে আসেন। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা ধরা। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মতো বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আদলে বানানো প্ল্যাকার্ড রয়েছে মিছিলে। শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন সড়কের দুই পাশেই নেতাকর্মীদের অবস্থান ছিল। 

বিকেল সাড়ে চারটার পর বক্তব্যের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওবায়দুল কাদের। শোভাযাত্রাটি শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, সিটি কলেজ মোড়, কলাবাগান, রাসেল স্কয়ার হয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়। কাদেরর বক্তব্যের আগে আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন। 

আওয়ামী লীগ নেতারা তাদের বক্তব্যে দেশের চলমান ঘটনায় বিএনপির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে নেতা কর্মীদের সতর্ক ও সজাগ থেকে মোকাবিলা করার নির্দেশনা দেন তারা। দলটির নেতাদের অভিযোগ সম্প্রতি পুলিশ ও সেনাবাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ষড়যন্ত্রমূলক এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও দুর্নীতির অভিযোগ বলেও অভিযোগ করেন।

নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে। আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ বলছে দুর্নীতিবাজ দল বিএনপি। চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে। আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মাথানত করার দল নয়। 

ব্যক্তি বিশেষ অপরাধ করলে স্বাধীন দুদক ও স্বাধীন বিচার বিভাগ ব্যবস্থা নেবে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার। সে যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে।’ 

আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে উল্লেখ করে কাদের বলেন, কচু পাতার ওপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয়, একটি টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাবে এমন দল আওয়ামী লীগ নয়। 

বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়ে কটাক্ষ করেন কাদের। তিনি বলেন, ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন নাতো? আপনাদের আন্দোলনতো ভুয়া, বিএনপির আন্দোলন, এক দফা, নেতৃত্ব ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেটা আন্দোলন নয়। আন্দোলনের নামে আবার আগুন নিয়ে মাঠে নামেন, খুনের রাজনীতি শুরু করেন, তাহলে আমরা (আওয়ামী লীগ) রাজপথে সমুচিত জবাব দিতে প্রস্তুত।