খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে চট্টগ্রামে মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্য মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলটি চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ের জমিয়তুল ফালাহ্ থেকে শুরু হয়ে আলমাস সিনেমা হল ও কাজির দেউড়ী নাসিমন বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন। এসময় ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শ্লোগান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাঈনুদ্দিন, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিক উল আলম, বায়েজিদ থানা বিএনপি সভাপতি আবদুল্লাহ আল হারুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল শুক্কুর, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা মাহবুবুর রানা, মো. মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম উত্তর জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর জাসাস সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন মহসিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকিসহ জেলা ও হাটহাজারী উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।