অবৈধ সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দি রেখেছে: ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে; তাতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভারত থেকে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৫ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ফখরুল।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে। এই মামলায় জামিন পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার। তারপরও অবৈধ সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দি করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, লিভার ট্রান্সপ্লান্ট করাই খালেদা জিয়ার সুস্থতার একমাত্র সমাধান; যা বাংলাদেশে সম্ভব নয়। তিনি দাবি করেন, চেয়ারপারসনের সুষ্ঠু চিকিৎসার জন্য সরকারের কাছে বারবার আবেদন করা হলেও প্রধানমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, খালেদা জিয়াকে এখন সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থা এখন কিছুটা স্টেবল বলেও জানান তিনি।