নয়াপল্টনে ককটেল বিস্ফোরণে দিলশানা পারুল আহত
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় বাংলা আউটলুকের ভিডিও টিমের সদস্য দিলশানা পারুল আহত হয়েছেন। অস্ট্রেলিয়া প্রবাসী দিলশানা পারুল প্রতি শনিবার বাংলা আউটলুকের নিয়মিত টক শো "দিলশানার প্রশ্ন" উপস্থাপনা করেন।
ঘটনাস্থলে উপস্থিত এক ফটো সাংবাদিক দ্য মিরর এশিয়াকে জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সাক্ষাতকার নিয়ে বের হওয়ার পর পরই ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহত দিলশানার কাঁধে সেলাই লাগছে তিনটা। এবং তার শ্রবণ শক্তি আঘাত পেয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা আমরা নিশ্চিত না। তবে আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।