২৮ অক্টোবর মৃত্যুভয়ে দাঁড়াতে পারিনি: মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘২৮ অক্টোবর নয়াপল্টনের সমাবেশেই ফলাফল চূড়ান্ত হতো। যদি পাল্টা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু সেদিন মৃত্যু ভয়ে পারিনি।’
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি। মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি। আমরা আজকে ১৫ বছর আন্দোলন করছি। আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি। কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না।’
তিনি বলেন, ‘২৮ তারিখে (২৮ অক্টোবর) যে আন্দোলন আমরা করেছিলাম, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেত। যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যুভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই; খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে-ঘরে ইত্যাদি। খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নাই। আমাদের তৈরি হতে হবে।’