ছাত্র-শিক্ষকদের আন্দোলনে অনুপ্রবেশ করেছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নিজস্ব কর্মসূচি নেওয়ার ক্ষমতা না থাকায় কোটা পদ্ধতি ও পেনশন নিয়ে ছাত্র-শিক্ষকদের আন্দোলনে অনুপ্রবেশ করেছে বিএনপি।’

বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ছাত্র-শিক্ষকদের আন্দোলনে অনুপ্রবেশ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের এ চেষ্টা সফল হবে না।’

হাছান মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছে। কোটা পদ্ধতি পুনর্বহাল আদালতের সিদ্ধান্ত, সরকারি পদক্ষেপ নয়। বিক্ষোভ অবশ্যই আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে। সমাধান আদালত থেকে আসা প্রয়োজন।’

নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার প্রজন্মদের জন্য ৩০ শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ রায় পুনর্বহালের বিরোধিতা করে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রভাবের প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, ‘দলটি এখন তারেক-ভূতে আচ্ছন্ন।’

বিরোধী দলের অভ্যন্তরীণ কোন্দলে অস্থিরতার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘বিএনপি নেতারাও তাদের দলীয় পদ হারানোর বিষয়ে আতঙ্কিত।’