মাওয়ায় আজ সুধী সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী

মাওয়ায় আজ সুধী সমাবেশে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুর সব কাজ সম্পন্ন হওয়ায় প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে আজ মাওয়ায় এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (০৫ জুলাই) বিকেলে অনুষ্ঠেয় এই সমাবেশকে কেন্দ্র করে মাওয়ায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমনে প্রস্তুত এখন মাওয়া। চারদিকে সাজ সাজ রব। প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় এখন পদ্মা তীরের মানুষ। 

যদিও পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বড় বিতর্ক রয়েছে। বিতর্ক রয়েছে এর বিপুল অংকের অস্বাভাবিক ব্যয় নিয়ে। আর আজকের এই অনুষ্ঠানের ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। বিনা টেন্ডারে সরকারের বগলদাবা প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে এই অনুষ্ঠান আয়োজনের কাজ। আর বিতর্কিত এই অনুষ্ঠানে প্রকল্পের সমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। 

জেলা প্রশাসক মো.আবুজাফর রিপন বলেছেন, এই সমাবেশে কূটনীতিক, রাজনীতিবিদসহ দেড় হাজার সুধী অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আগমনের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

২০২২ সালের ২৫ জুন এই স্থানে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।