শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি। ফেসবুক

আদালতের চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার আগেই চাকরির ক্ষেত্র কোটামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।’ হাইকোর্টের রায়ের প্রতিক্রিয়ায় সব পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘পেনশন স্কিমের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। শিগগিরই এই সমস্যার সমাধান আসবে।’

এর আগে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।