১২ বছরে গুমের শিকার ৮৯৫ ছাত্রদল নেতাকর্মী

প্রতীকী ছবি। দ্য মিরর এশিয়া

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে স্বাগত জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সেই সঙ্গে দেশজুড়ে হওয়া গুম-খুন, ভারতের আধিপত্য এবং গণতন্ত্রবিরোধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন রাকিব।

এসময় ঢাকা কলেজ ছাত্রদলের নিখোঁজ সহ-সভাপতি রাসেলের ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। ছাত্রদল সভাপতি বলেন, ‘নিখোঁজ ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাসেলের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিলে না। নিখোঁজের পর থেকে লালবাগ থানায় যোগাযোগ করা হলেও কোনো সহযোগিতা মিলছে না।’

সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘গত ১২ বছরে ছাত্রদলের ৮৯৫ জন নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।’ এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আতঙ্কিত বলেও জানান তিনি।