ক্ষমতা টিকিয়ে রাখতে দেশকে নিলামে তুলেছে সরকার: মান্না 

ফাইল ছবি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে হাসিনা সরকার দেশকে নিলামে তুলেছে।’

তিনি বলেন, ‘আঞ্চলিক এবং বৈশ্বিক পরাশক্তিগুলোকে সন্তুষ্ট করে নিজেদের পক্ষে রাখতে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। আমাদের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। দুর্নীতি, লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আশঙ্কাজনক পর্যায়ে নেমেছে। তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভও অবশিষ্ট নেই।’

আজ শনিবার নাগরিক ঐক্য ঢাকা মহানগরের আহ্বায়ক মাহবুব সুমনের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, ‘৫০ বিলিয়ন ইউয়ান ঋণের আশায় চীন সফরে গিয়ে প্রধানমন্ত্রী পেয়েছেন মাত্র ১ বিলিয়ন ইউয়ানের আশ্বাস। ক্ষমতায় টিকে থাকতে আঞ্চলিক পরাশক্তিগুলোর ভূরাজনীতির খেলায় বাংলাদেশকে ঠেলে দিয়ে দেশের ভবিষ্যতকে সংকটের মধ্যে ফেলে দিয়েছে সরকার।’

তিনি বলেন, ‘সরকারের কথিত উন্নয়নের সহযোগী চীন শেখ হাসিনাকে খালি হাতে ফিরিয়েছে। বছরের পর বছর ধরে সরকারের মদদে হওয়া দুর্নীতি, লুটপাট একের পর এক প্রকাশ পেতে শুরু করেছে। সরকারের অবৈধ ক্ষমতার খুঁটিগুলো এক এক করে ভেঙে পড়ছে। কোটা সংস্কার আন্দোলন সারাদেশে স্ফুলিঙ্গের মত ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সমর্থন সরকারের প্রতি জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ।’

মান্না দাবি করেন, ‘পুলিশ এবং দলীয় ক্যাডার বাহিনী দিয়ে আন্দোলন দমনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে সরকার।’ ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরকারের মামলার তীব্র প্রতিবাদ জানান তিনি। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী, মোফাখখারুল ইসলাম নবাব, আ রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, দপ্তর সম্পাদক মহিদুজ্জামান, অর্থ সম্পাদক শাহনাজ রানু, নারী বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তারসহ দলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতৃবৃন্দ।