ডিবি অফিসে খাবারের নাটক: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাঁচ সমন্বয়ককে ডিবি অফিসে হেফাজতে নিয়ে তাদের ওপর প্রচন্ড চাপ দিয়ে একটা বক্তব্য দেয়া হয়েছিলো। আপনারা দেখেছেন, একটা খাবার নাটক করা হয়েছে... ডাইনিং টেবিলে বসিয়ে একটা খাবার নাটক তৈরি করা হয়েছে। এটা ডিবি অফিসে একটা নামই হয়ে গেছে ভাতের হোটেল হিসেবে। এগুলো কথন, কোন সময়ে হয়? একধরণের ভ্যানক্রাসি সেই প্রতিষ্ঠানে এবং সরকারের ওপরে এসে পড়ে।’ আজ মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডিবি এমন একটা সরকারেরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং এই সমস্ত নাটক তৈরি করা। নিশ্চয়ই না। ডিবির সুনির্দিষ্ট দায়িত্বৃ টার্মস অব রেফারেন্স আছে তাদের কাজের এবং সেগুলো তাদের পালন করতে হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে এই ধরনের নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোট জাতিকে আমি মনে করি ছোট করেছে, একটা মস্করা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য সেটা আপনারা শুনেছেন. হাইকোর্ট পরিস্কার করে বলেছে, এটা জাতির সাথে মশকরা করা হয়েছে। এরপওে তো আর কিছু থাকা উচিত না। এটা থেকে পরিস্কার বুঝা যায় যে, আজকে ছাত্রদের নেতৃত্বকে এভাবে হেয় প্রতিপন্ন ও মিথ্যা প্রচারনা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ উপায় তারা সংঘটিত করেছে। আমি বলেছিলাম, এই পুরো ইস্যুটাকে সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো, উদ্দেশ্য থাকতো অতি অল্প সময়ের মধ্যে এটা সমাধান করতে পারতো।   যেহেতু এই সরকারের রাজনৈতিক প্রতিনিধি নাই সেজন্য এসব ঘটনা তারা করেছে।’

তিনি বলেন, ‘কয়েকবছর আগে গোয়েন্দা পুলিশ দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে খাবারের নাটক করে তাকেও হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছিলো।’