বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

তারেক রহমান।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর সংগঠনের ব্যানারে এ কর্মযজ্ঞ পালন করা হয়।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক  ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), সদস্য নাজমুল হাসান, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন, শেকৃবি ছাত্রদলের সভাপতি তাপস, সাংগঠনিক সম্পাদক ফরহাদ প্রমুখ।

এদিকে, আহত শিক্ষার্থী ও সাধারণ ছাত্র-জনতা চিকিৎসা সহায়তা পেয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া সোহওয়ার্দী হাসপাতাল ঘুরে ঘুরে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন নেতৃবৃন্দ।

জানা গেছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-সেলের মাধ্যমে সারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য বিভিন্ন সহায়তামূলক কাজ শুরু হয়েছে।