কোটা আন্দোলনে প্রাণ হারিয়েছে বিএনপির ১৯৮ নেতাকর্মী

কোটা আন্দোলনে প্রাণ হারিয়েছে বিএনপির ১৯৮ নেতাকর্মী

জুলাই থেকে আগস্টের শুরুতে দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির ১৯৮ নেতাকর্মী প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (২১ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিজয়কে সুসংহত করতে না পারলে আবারও ফ্যাসিবাদ চলে আসবে। দেশে শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা কর্মীদেরও সজাগ থাকতে হবে।

গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে দলটির নেতারা বলেন, নানা জুলুম নির্যাতনের পরও বিএনপি দেশ ও মানুষের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে। 

এ সময় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৫ দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে- জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মৎস অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি।