গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ২৬৫
চলমান ইসরায়েলি অভিযানে গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ২৬৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার গাজাভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনী ৪২ জনকে হত্যা ও ১৬৩ জনকে আহত করেছে। গত ৭ অক্টোবর শুরু হওয়া ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে মোট মৃতের সংখ্যা ৪০ হাজার ২৬৫ জন এবং আহত হয়েছে ৯৩ হাজার ১৪৪ জন।
বিবৃতিতে আরও বলা হয়, এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে এবং রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক আহত ফিলিস্তিনি। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছে, পুরো যুদ্ধের সময় ধরে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অতিরিক্ত মানুষের চাপ, স্বাস্থ্যবিধির অভাব এবং অসহনীয় গরমের কারণে গাজা উপত্যকায় পরিষ্কার পানি পাওয়ার লড়াই চলছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এ হামলায় ১ হাজার ২০০ জনের মৃত্যু হয় এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এ হামলার জবাবে সেদিনই গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে ইসরায়েল, যা চলছে এখনও।