বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে বিএনপির উপকমিটি গঠন
বন্যার্তদের সহায়তা করতে বিএনপির প্রধান পৃষ্ঠপোষক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ত্রাণ বিতরণের জন্য উপকমিটি গঠন করা হয়েছে।
এ উপকমিটির নেতৃত্ব দেবেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
রবিবার (২৫ আগস্ট) দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের আরও সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর ধারাবাহিকতায় বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় আরও একটি কমিটি গঠন করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
বন্যায় ত্রাণ ব্যবস্থাপনা কমিটির জন্য ৪টি উপকমিটি গঠন করেছে দলটি। উপকমিটিগুলোতে রয়েছেন- মাসুদ রানা লিটন (টিম লিডার, ত্রাণ কমিটি), ফরহাদ আলী সজীব (সমন্বয়ক-০১, ত্রাণ কমিটি), শাহাদত হোসেন (সমন্বয়ক-০২, ত্রাণ কমিটি), মুস্তাকিম বিল্লাহ (টিম লিডার, স্বেচ্ছাসেবক), হাবিবুল বাশার, শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, শাকিল আহমেদ, রুবেল আমিন, হাসনাইন নাহিয়ান সজীব এবং মশিউর রহমান মহান (গণমাধ্যম সমন্বয়ক)।
এই প্রকল্পের আওতায় কাপড়, খাবার, ঔষধ ও জরুরি সামগ্রীর ৬টি প্যাকেজের মাধ্যমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি।