তৈরি পোশাকশিল্পে অসন্তোষ পতিত স্বৈরশাসকের সুবিধাভোগীদের পরিকল্পিত ষড়যন্ত্র: রিজভী

ফাইল ছবি

বিএনপির জেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরশাসকের কাছ থেকে সুবিধাভোগী মালিকদের 'পরিকল্পিত ষড়যন্ত্রের' অংশ হিসেবেই তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।

আশুলিয়ায় চলমান পোশাক শ্রমিকদের অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের (স্বৈরশাসকের সুবিধাভোগীদের) পোশাকশিল্প থেকে লোকেরা বেরিয়ে এসে একটি পরিকল্পিত অস্থিরতা তৈরি করছে। যাতে ছাত্র ও জনগণের এই বিপ্লব ব্যর্থ হয় এবং এটি (বিপ্লবের সাফল্য) দীর্ঘস্থায়ী না হয়। তারা এ ধরনের ষড়যন্ত্র করছে।’

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

পোশাকশিল্পে অসন্তোষ ইস্যুতে তিনি কিছু পোশাক কারখানার মালিকের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে বলেন, “নজরুল ইসলাম কে? কে এই সালাম মুর্শেদী? তারা কি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সংসদ সদস্যরা সুবিধাভোগী ছিলেন না?”

আশুলিয়ায় সোমবারের(৩০ সেপ্টেম্বর) সহিংসতা প্রসঙ্গে রিজভী বলেন, প্রকৃত সত্য হলো শেখ হাসিনার সুবিধাভোগী পোশাক কারখানার মালিকদের লোকজন বেরিয়ে এসে নিরপেক্ষ ব্যক্তি বা বিএনপির লোকজনের মালিকানাধীন অন্যান্য পোশাক কারখানায় হামলা চালিয়েছে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটেছে। স্বৈরশাসকের দুষ্টচক্র প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ষড়যন্ত্র করছে এবং তারা এখানে একের পর এক ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান জনপ্রতিনিধিরাই আওয়ামী লীগের গুন্ডা-পান্ডা-সন্ত্রাসী। যারা এত জঘন্য ও বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে। এরপরও ইউনিয়ন পরিষদ ভেঙে দিচ্ছে না কেন?

উপদেষ্টা পরিষদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'আপনারা কিসের ভয় পাচ্ছেন? কে আপনাদেরকে বলছেন যে এটি করা যাবে না? এটা (ইউপি) রেখে হাসিনা যারা নির্যাতিত ও শহীদ হয়েছেন তাদের রক্তকে অপমান করা হচ্ছে।

রিজভী বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনার অনুসারী রয়েছে এবং তারা গোপনে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম, এর প্রশাসন এবং গণতান্ত্রিক শক্তির কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত করার ষড়যন্ত্র করছে।

বিএনপিপন্থী প্লাটফর্ম 'আমরা বিএনপি পরিবার' ছাত্র-গণঅভ্যুত্থানের শিকার ব্যক্তিদেরকে নতুন ব্যাটারিচালিত অটোরিকশা প্রদানের এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনার সরকারের পতনের গণঅভ্যুত্থানে আহত রিকশাচালক সাইদুল ইসলামের কাছে অটোরিকশার চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।