ফ্যাসিস্টের পুনরুত্থান আর হবে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিশ্বের কোথাও কখনোই ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি। বাংলাদেশেও আর কখনোই ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে না।
গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্টরা কোনো দেশেই আর সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘ইতালি জার্মানিসহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেয়নি। নিজ দেশের শিশুদের রক্ত যারা গ্লাসে-গ্লাসে পান করে, তাদের আবার রাজনীতি কিসের! তাদের পুনরুত্থান হলে তো আন্দোলনকারীদের মধ্যে যারা চোখ হারিয়ে অন্ধ হয়েছে, হাত-পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছে, তাদেরকে নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন, যাদের গত সাড়ে ১৫ বছর গুম, নির্যাতন এবং গায়েবি মামলায় বন্দি করে রাখা হয়েছিল, তাদের এবং তাদের পরিবারের ওপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণবিনাশী কর্মসূচি।
রিজভী আহমেদ আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত (শহিদ) বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি- বিইউবিটি’র শিক্ষার্থী তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতা শেষে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
এ সময় স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে শহিদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জ্ঞাপনের পাশাপাশি উভয় পরিবারকেই আর্থিকভাবে সহযোগিতা করা হয়। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে শহিদ মাসুদ রানারবারকে জানানো হয়, তার শিশু কন্যা আরোবীর পড়ালেখার দায়-দায়িত্ব এখন থেকে তারেক রহমানের।
অন্যান্যের মধ্যে ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, স্থানীয় বিএনপি নেতা বজলুল বাছিত আঞ্জু, যুবদল নেতা শাকিল মোল্লা, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার ও যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব এ সময় উপস্থিত ছিলেন।
এ ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘যে দুই পরিবার আমরা দেখে গেলাম, সে-দুই পরিবারেরই নিজ-নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তারা দুজন। শহীদ মাসুদ রানার রোজগার দিয়ে চলতো তার পরিবার। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা অসহায়। তার শিশুকন্যা আরোবী ফেরদৌস’র হৃদয় বিদাড়ক আর্তনাদ মানবতাবাদী মানুষের পক্ষে সহ্য করা সত্যিই কষ্টকর।