বয়ানে আলেমদের সচেতন থাকার পরামর্শ জামায়াত আমিরের

বয়ানে আলেমদের সচেতন থাকার পরামর্শ জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আলেমরা আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় মুফাসসির সম্মেলনে বলেন, “যারা তাফসির পেশ করেন, তাদের সচেতন থাকতে হবে যাতে জনগণ কোরআন ও সুন্নাহর আলোকে জীবনযাপন করতে পারে।”

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি মুফাসসিরদের বয়ানের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, “মুফাসসিররা জাতির পথপ্রদর্শক। তাদের বক্তব্য জাতির মোড় ঘুরিয়ে দিতে পারে।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “মুফাসসিরদের দায়িত্ব হলো সঠিক পথের সন্ধান দেওয়া। অতীতে যারা এই দায়িত্ব পালন করেছেন, তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।” তিনি মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে স্মরণ করে বলেন, “তিনি যে শিক্ষার বাগান সাজিয়েছেন, তা আমরা যেন ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।”

সম্মেলনে জামায়াতের প্রতিষ্ঠাতা সভাপতি ও অন্যান্য শাহাদাত বরণকারী নেতাদের জন্য তিনি আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিদান কামনা করেন।

সম্মেলনে অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরীর উপদেষ্টা নুরুল ইসলাম বুলবুল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সম্মেলনে তিন হাজারের বেশি মুফাসসির অংশগ্রহণ করেন এবং দেশবরেণ্য শিল্পীদের ইসলামী সংগীত পরিবেশনা ছিল।