চারদিকে আমরা ষড়যন্ত্র দেখছি: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, চারদিকে আমরা ষড়যন্ত্র দেখছি। তাই অন্তর্বর্তীকালীন সরকার এবং সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। বেগম জিয়াকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। এদেশে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের পথ চলতে হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে জাতীয় নির্বাচন নাগরিক ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের সঙ্গে বর্তমান সরকারের একটা ফারাক থাকতে হবে। ফ্যাসিবাদের প্রশাসন সবাই এখনো বহাল তবিয়তে আছে। আবার আগের সিন্ডিকেটই এখনো বাজার নিয়ন্ত্রণ করছে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জিনিসের দাম বেড়েছে, যানজট বেড়েছে। এখানে আমরা ভূমিকা রাখতে পারি না, এসব নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার। যৌক্তিক সময়ের মধ্যে আপনারা কি করবেন সেটা বলেন, যেন দেশের মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে। মানুষ সুন্দর পার্লামেন্ট এর আগে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে চায়। একটা কিছু ভালো হবে সে বিশ্বাসযোগ্য কিছু এখনো এ সরকার করতে পারেনি।
‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’-এর সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।