গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ২ জন খালাস
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের এ আদেশ দেন।
গ্যাটকো দুর্নীতি মামলাটি এক দশকেরও বেশি সময় ধরে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূল অভিযোগটি ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় দায়ের করা হয়। ২০০৮ সালে দুদকের দাখিল করা অভিযোগপত্রে প্রাথমিকভাবে চারদলীয় জোট সরকারের প্রভাবশালীসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীসহ বেশ কয়েকজন আসামি মারা যান।