নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের স্রোত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।
আজ শুক্রবার দুপুর ২টায় দলটির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন।
পিনাকী ভট্টচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফপিনাকী ভট্টচার্যের সঙ্গে প্যারিসে উপদেষ্টা আসিফ
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্লোগানে মুখর নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল ও এর আশপাশের এলাকা। শুধু ঢাকা মহানগরীই নয় আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দিচ্ছেন র্যালিতে। এরই মধ্যে কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন।
দলীয় সূত্র জানায়, র্যালিতে ১০ লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির নেতারা বলছেন, শোভাযাত্রা হবে দেশের ইতিহাসে স্মরণীয়। বার্তা দেওয়া হবে অন্তর্বর্তী সরকারকে।
দর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছে, ইয়াশ প্রসঙ্গে তটিনীদর্শকরা আমাদের ভালোভাবে গ্রহণ করেছে, ইয়াশ প্রসঙ্গে তটিনী
জানা গেছে, বিএনপির এই র্যালি কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।