রাজশাহীতে ছাত্রদের ওপর গুলি করা যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার
গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণকারী এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম বাপ্পি চৌধুরী রনি। তিনি রাজশাহীর ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। বুধবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের মিডিয়া বিভাগ।
র্যাব বলছে, গত ৫ আগস্ট রনি ও তার সহযোগী রুপস মিলে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। এরমধ্যে রনিকে গতকাল গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেদিনের ভিডিওতে দেখা গেছে, রনি ও তার সহযোগী রুপস অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন এবং ছাত্র-জনতার ওপর গুলি করছেন।