শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারী মনে করতেন: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারী মনে করতেন, আর সেই কারণে তিনি দেশ পরিচালনা করেছেন নিজের ইচ্ছামতো।’
শনিবার (১৬ নভেম্বর) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় রিজভী এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশের টাকা পাচার করেছেন, বিরোধী দলের ওপর নির্যাতন চালিয়েছেন, এবং সরকারে টিকে থাকার জন্য হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেছেন।’
এদিন তিনি শহিদ পরিবারদের উপহার সামগ্রী বিতরণ করেন এবং সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর ধরে শুধু নিজেদের লোকজনের স্বার্থ রক্ষা করেছে। তারা দেশের গণতন্ত্রকে হরণ করে একতরফাভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে, যা দেশ ও জনগণের জন্য বিপজ্জনক।’
রিজভী আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ থেকে দেশে আনার পর, ১৭ লাখ কোটি টাকা পাচার করেছে। এই ধরনের কার্যকলাপ কখনও দেশের উন্নতির লক্ষ্যে হতে পারে না।’
তিনি শেখ হাসিনাকে ‘রক্ত পিপাসু’ আখ্যা দিয়ে বলেন, ‘ক্ষমতায় থাকার জন্য তিনি যতটুকু সুযোগ পেয়েছেন, ততটুকু সময়েই গণতন্ত্র, মানবাধিকার ও বিচারবিভাগকে ধ্বংস করেছেন।’ রিজভী বলেন, ‘এমন একটি সরকার কখনও জনগণের কল্যাণে কাজ করতে পারে না, তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা এবং বিরোধী দলের বিরুদ্ধে একের পর এক হত্যাকাণ্ড চালানো।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যখন দেশ পরিচালনা করছেন, তখন তিনি মনে করতেন, এই দেশ তাঁর বাবার জমিদারি। ফলে তিনি দেশে যেভাবে ইচ্ছা করেছেন, সেভাবে দেশের সম্পদ লুট করেছেন।’
রিজভী তার বক্তব্যে ছাত্র-জনতাকে সতর্ক করে বলেন, ‘ফ্যাসিবাদ পুনরায় ক্ষমতায় আসতে পারবে না, এর জন্য আমাদের সজাগ থাকতে হবে। যদি আমরা সজাগ না থাকি, তাহলে গণতন্ত্রের জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছি, তা সফল হবে না।’
এসময় তিনি বিএনপি পরিবারের উদ্যোগে শহিদ পরিবারদের প্রতি সহমর্মিতা জানিয়ে ৩১টি শহিদ পরিবারকে উপহার সামগ্রী প্রদান করেন। এর আগে তিনি উপজেলার সুন্দরকাঠী গ্রামে শহিদ আরিফুর রহমান রাসেলের কবর জিয়ারত করেন।
সভায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুম্মান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা বিএনপির দক্ষিণ শাখার আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার এবং সাধারণ সম্পাদক শাহিন তালুকদার প্রমুখ।
এছাড়া, রিজভী আরও জানান যে, ‘এ পর্যন্ত বিএনপি পরিবারের পক্ষ থেকে দেশের ২৮টি জেলার ১৫০ শহিদ পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।’