‘শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে ব্যবস্থা নিতে হবে’

‘শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে ব্যবস্থা নিতে হবে’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন— শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দল-মত-ধর্ম ভিন্নতা থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

জামায়াতে আমির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। আগামীতে দেশ কীভাবে শান্তি-শৃঙ্খলার মধ্যদিয়ে নির্বাচনের দিকে এগুতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য কীভাবে করা যায়, প্রশাসনে কীভাবে গতি আনা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জামায়াত আমির বলেন, রমজান মাস আসছে, অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, এসব বিষয় নিয়ে আমরা পরামর্শ করেছি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। দেশের সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সব আলোচনায় আমরা একমত হয়েছি। দেশের সব মানুষকে নিয়ে, দেশকে সামনে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এর জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। দল-মত-বর্ণ নির্বিশেষে মতবিরোধ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে সবাই যেন একমত থাকতে পারি।