বিএনপির যৌথ কর্মীসভা ও গণসংযোগের সময়সূচি সংশোধন
দলকে সুসংগঠিত করতে গত অক্টোবরে সারাদেশে যৌথ কর্মীসভা এবং গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি করেছে দলটি। তারই ধারাবাহিকতায় পঞ্চম দফায় জেলাভিত্তিক কর্মসূচি ঘোষণা করা হয়। তবে সেই কর্মীসভার সময়সূচি সংশোধন করেছে তারা।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। এতে সই করেছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার মূল চেতনা- সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সমন্বয়ে ৫ম দফায় জেলাভিত্তিক দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচির সময়সূচি সংশোধন করা হলো।
বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে দেশব্যাপী নিম্নোক্তভাবে জেলা ও মহানগর-ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচি হচ্ছে- ২ ও ৩ ডিসেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ খুলনা বরগুনা জেলা।
৩ ও ৪ ডিসেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ নেত্রকোনা ও নড়াইল জেলা।
৪ ও ৫ ডিসেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ ভোলা জেলা।
৫ ও ৬ ডিসেম্বর যৌথ কর্মীসভা গণসংযোগ কিশোরগঞ্জ ও মেহেরপুর জেলা।