মামুনুল হকের দলে যোগ দিলেন শাহীনূর পাশা

মামুনুল হকের দলে যোগ দিলেন শাহীনূর পাশা

বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী। সোমবার বেলা ১১টায় ঢাকার মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি।

শাহীনূর পাশা চৌধুরী টানা ৩৫ বছর জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ২০০১ সালের নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ২০০৫ সালের এপ্রিল মাসে আবদুস সামাদ মারা গেলে উপনির্বাচনে শাহীনূর পাশা আবার জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।

বিগত সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই দেখা করেন আওয়ামী লীগ সভানেত্রী ও তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এরপর থেকে মাওলানা শাহীনুর পাশাকে নিয়ে ইসলামিক রাজনৈতিক দলগুলোর ভেতরে ও বাইরে তোলপাড় শুরু হয়। দেখা দেয় তুমুল বিতর্কও। আর সেই বিতর্কের কারণে শাহীনুর পাশার সহ-সভাপতি পদ স্থগিত করে জমিয়তের কমিটি। পদ স্থগিত করায় তিনি একা হয়ে গিয়েছিলেন।

এরপরও নির্বাচন থেকে সরে যাননি তিনি। শেষ পর্যন্ত বিগত নির্বাচনে শাহীনুর পাশা তৃণমূল বিএনপি’র প্রার্থী হয়ে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে এমপি পদে লড়াই করেন। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী এমএ মান্নানের কাছে বিশাল ব্যবধানে হেরে যান। এরপর থেকে অনেকটা নিশ্চুপ ছিলেন তিনি।

গত মাসে সিলেটের রেজিস্ট্রি মাঠে ঐক্যবদ্ধ জমিয়তে ইসলামীর সমাবেশে হাজির হয়েছিলেন শাহীনুর পাশা। সেখানে উপস্থিত হলেও তাকে মঞ্চে ডাকা হয়নি। এমন অবস্থার মধ্যে গতকাল মামুনুল হকের খেলাফত মজলিসে যোগ দিন তিনি।

খেলাফতে মজলিসে যোগ দেওয়ার বিষয়ে শাহীনূর পাশা চৌধুরী বলেন, ‘তারা (জমিয়তে উলামায়ে ইসলাম) আমাকে নিতে অপারগ, তাই খেলাফত মজলিসে যোগ দিয়েছি।’

বাংলাদেশ খেলাফত মজলিসে শাহীনূর পাশার যোগ দেওয়ার সময় দলের মহাসচিব মাওলানা মামুনুল হক, নায়েবে আমির রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব জালাল উদ্দীন আহমদ, আতাউল্ল্যাহ আমীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা প্রমুখ উপস্থিত ছিলেন।