আগামীর নির্বাচন কেমন হবে- জানালেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর নির্বাচন হবে কঠিন। আপনারা এখন ঘরে বসে থাকলে হবে না; মানুষের ঘরে ঘরে যেতে হবে। এই নির্বাচনে আপনারা ৩১ দফা দেবেন কিন্তু আগামী নির্বাচনের আগে তা বাস্তবায়ন করতে হবে; না হলে মানুষ আস্থা হারাবে। মানুষের আস্থা ধরে রাখার জন্য সবার কথা রাখতে হবে।
বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ সিটি বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো কর্মশালায় প্রধান অতিথি হিসিবে ভার্চুায়াল মাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, সবাইকে দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করতে হবে। আমার সঙ্গে যখন নানা মানুষের কথা হয়, তখন সবাই বলে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। সেসব মানুষের মন রক্ষা করার জন্য বিএনপিকে জনগণের দিকে তাকাতে হবে। দলের মধ্যে যারা দুষ্টু প্রকৃতির লোক আছে তাদের টাইট দিয়ে রাখতে হবে, তাদের জন্য যেন আমাদের দলের সুনাম ক্ষুণ্ন না হয়।
তিনি বলেন, আজকের এই ৩১ দফা এই কজনের মধ্যে সীমাবদ্ধ রাখব না। গ্রাম-মহল্লার ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। সাধারণ মানুষের কাছে কাছে গিয়ে বুঝাতে হবে। মানুষের আস্থা ধরে রাখতে হবে। আজকে আমরা যে ট্রেনিং করলাম সেই ট্রেনিংয়ের কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা নিজেদের সংযত রাখব; যেন মানুষের আস্থা আমাদের ওপর থেকে সরে না যায়।
তারেক রহমান বলেন, জুলাই আগস্ট মাসে আমার দলের প্রায় ৫০০ জনের মতো গুম হয়েছে, অন্য দলের সঙ্গে কী হয়েছে জানি না; তবে আমার দলের প্রায় ৫০০ জনকে গুম করেছে আওয়ামী লীগ, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার মায়ের সঙ্গে অন্যায় হয়েছে; আমার ভাইয়ের সঙ্গে অন্যায় হয়েছে। আমরা দেখেছি হাতকড়া-বেড়ি পরিয়ে অনেককে তাদের মা-বাবার জানাজায় পাঠানো হয়েছে। আমরা সেই আওয়ামী লীগের মতো হতে চাই না; আমরা পরিবর্তন চাই। আমরা ৩১ দফা সফল করে আওয়ামী লীগের উচিত জবাব দেবো।
৩১ দফা রাষ্ট্র কাঠামো নিয়ে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদূদ আহমেদ পাভেল।
তিনি বলেন, বর্তমান সরকার ব্যর্থ সরকার। এই সরকারকে অতিদ্রুত নির্বাচন দিতে হবে। না হলে দেশ সংস্কার হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তাই নির্বাচন দিয়ে দেশ সংস্কার শেষ করতে হবে। সংসদ ছাড়া সংস্কার করা সম্ভব নয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে হবে। টাঙ্গাইলের মাটি থেকে ঘোষণা দিতে চাই- আগামীদিনের বাংলাদেশ বিএনপির বাংলাদেশ।
নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন অর্পণ ফাউন্ডেশনের সভাপতি বিথিকা বিনতে হোসাইন। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদের রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। নারীদের জন্য মন্ত্রণালয় তৈরি হয়েছে; মন্ত্রী করা হয়েছে। নারীরা যদি বেশি সন্তান নেন তাহলে তারা কিছু করতে পারবে না- এ ধারণা ভুল। তাই আমাদের জন্য যে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন তার মধ্যে ২৪নং দফায় নারীর ক্ষমতায়নের বিষয়ে কথা বলা হয়েছে, তা আমরা মেনে চলব।
কর্মশালায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।