২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর লন্ডনের ঢাকা ছাড়বেন তিনি।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন। তার সঙ্গে ৪-৫ জন চিকিৎসক যাবেন। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
খালেদা জিয়ার সফরকারীদের মধ্যে মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. শাহাবউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কয়েকজন রয়েছেন।
এর আগে, ২৯ অক্টোবর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে তাকে তৃতীয় একটি দেশের মাল্টিডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেয়া হবে।