হবিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভায় সংঘর্ষের শঙ্কা

হবিগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভায় সংঘর্ষের শঙ্কা

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলে ‘হবিগঞ্জ রাইজিং’ অনুষ্ঠিত হবে।

এ সভা ঘিরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সভায় উপস্থিত থাকবেন- জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য প্রীতম দাশ, গোলাম মর্তুজা সেলিম ও অনিক রায়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আসবেন।

জানা গেছে, হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএনপিপন্থী সমন্বয়ক এনামুল হক সাকিবের সঙ্গে গণঅধিকার পরিষদপন্থী সমন্বয়ক মাহাদী হাসানের বিরোধ রয়েছে। এর আগে, ১২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কর্মসূচি পালনের জন্য হবিগঞ্জে গেলে দুটি পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সমাবেশস্থলের চেয়ার ভাঙে। পরে সংঘর্ষের আশঙ্কায় কেন্দ্রীয় নেতারা সমাবেশ না করেই ফিরে যান।

এরই ধারাবাহিকতায় শুক্রবারও  জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা ঘিরে সেই দুই গ্রুপের মধ্যে মতবিরোধ ও সংঘর্ষে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।