সদস্য পদ নবায়ন করলেন তারেক-ফখরুলসহ শীর্ষ নেতারা

সদস্য পদ নবায়ন করলেন তারেক-ফখরুলসহ শীর্ষ নেতারা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা তাদের সদস্য পদ নবায়ন করেছেন।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে লন্ডন থেকে ভার্চয়ালি যুক্ত হয়ে দলের সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান।

পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে মহাসচিব ও দলটির জ্যেষ্ঠ নেতারা সদস্য পদ নবায়নের ফরম পূরণ করেন। ২০ টাকা দিয়ে সবাই সদস্য পদ নবায়ন ফরম সংগ্রহ করেন। এবার ফরমের মূল্য বাড়ানো হয়েছে। আগে ছিল মাত্র ১০ টাকা।

এ সময় তারেক রহমান বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। কেননা, আওয়ামী লীগ সরকার আমাদের লাখ লাখ নেতাকর্মীকে অবর্ণনীয় নির্যাতন, গুম, জুলুম করেও বিএনপি থেকে সরাতে পারেনি। লাখ লাখ এই মানুষগুলোকে আমরা আবারও একত্রিত ও ঐক্যবদ্ধ করতে চাই। সেজন্যই সদস্য পদ নবায়নের এই আনুষ্ঠানিকতা।

সারাদেশে ৪১ লাখ সদস্য পদ নবায়নের টার্গেট নিয়েছে বিএনপি। এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন দলটির নেতারা।