শিবিরের তালিকা প্রকাশ করলে কি ট্যাগিং বন্ধ হবে, প্রশ্ন কেন্দ্রীয় সভাপতির

ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সংশ্লিষ্টদের তালিকা প্রকাশ নিয়ে প্রশ্নের জবাবে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘শিবিরের কর্মীরা পরিচয় প্রকাশ করলে কি ট্যাগিং বন্ধ হবে?’

তিনি বলেন, ‘আগামীকাল তালিকা প্রকাশ করলে কি ট্যাগিং বন্ধ হবে? আমি তালিকা প্রকাশ করা বা না করার বিতর্কে যাচ্ছি না। তালিকা অবশ্যই প্রকাশ হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা শাখা সভাপতি নির্বাচিত করেছি। বাকি কাজটা শাখার দায়িত্বপ্রাপ্তরা সম্পন্ন করবেন। আমরা বাংলাদেশ থেকে ট্যাগিং কালচার নির্মূল করতে চাই।’

আজ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আগামী দুইদিনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, আপনারা যদি একটু পরিসংখ্যান দেখেন। কাদের শিবির ট্যাগ দেওয়া হয়। আমরা যদি তালিকা প্রকাশ করি কালও দেখবেন ভালো ছেলেকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে।