১৯৮৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাবিতে শিবির কার্যক্রম চালাতে পারেনি : সভাপতি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেছেন, ১৯৮৯ সাল থেকে ২০২৪ সালের ২৮ অক্টোবর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

তিনি বলেন, একটা সংগঠনকে যখন দীর্ঘ ৩৫ বছর ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি। তখন স্বাভাবিকভাবেই তাদের গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।

আজ বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রশিবির।

এ সময় শিবিরের নেতাকর্মীদের পরিচয় প্রকাশ না করা নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আগামী দুইদিনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আপনারা যদি একটু পরিসংখ্যান দেখেন। কাদের শিবির ট্যাগ দেওয়া হয়। আমরা যদি তালিকা প্রকাশ করি কালও দেখবেন ভালো ছেলেকে শিবির ট্যাগ দেওয়া হচ্ছে।

১৯৮৯ সালে ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করা হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কবিরের লাশ সামনে নিয়ে জাকসুর নেতৃত্বে ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’ ব্যানারে ক্রিয়াশীল সব সংগঠন মিলে শিবিরের কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর থেকে ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করতে পারেনি।

তবে ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে আসে জাবি শাখা ছাত্রশিবির। ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আপত্তির মধ্যেও ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করছেন তারা।