আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া: চিকিৎসক

আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া: চিকিৎসক

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ব্যাটার আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড. এ জেড এম জাহিদ হোসেন। 

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, লিভার ট্যান্সপ্লান্টের বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। আমি আগে বলেছি বয়স একটা বিষয় কারণ উনার লিভার ডিজিজ। কারাগারে দীর্ঘ সময় আটকে রাখার ফলে জটিলতা তৈরি হয়েছে যদি ওই সময় নিয়ে এসে চিকিৎসকের বক্তব্য অনুযায়ী অনেকটা সুস্থ হয়েছে যেত। চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত হবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, এখানে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে সব পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি, কিছু কিছু রিপোর্ট বাইরেও করানো হয়েছে। 

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার ১৭ দিন যাবত এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন।