ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ বিএনপির

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ জানিয়েছে বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সালাহউদ্দিন আহমেদ।

সন্ধ্যা সাতটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা যেটা বারবার বলে আসছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে, কমিশনগুলোর সঙ্গে আলোচনা ও একমত হওয়ার প্রেক্ষিতে দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়ে আমরা কথা বলেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রশাসনে যে সমস্ত ব্যক্তি ফ্যাসিবাদের দোসর ছিলেন, যারা বাংলাদেশকে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। যারা অর্থনীতির ক্ষতি করেছে, যারা লুট করেছে, লুণ্ঠন করেছে, তাদের আইনের আওতায় আনার জন্য এবং টাকা ফিরিয়ে আনার দাবি তুলে ধরেছি।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৫-১৬ বছরে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের যে হয়রানি করা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত গ্রহণের কথা বলেছি। আমরা দ্রব্য মূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি, এই সরকারের অন্যতম ব্যর্থতা হচ্ছে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলেছি। ‘ডেভিল হান্ট’ নামে যে অভিযান চলছে, আমরা অতীতেও এ ধরনের অভিযান দেখেছি। এই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, কোনো নিরপরাধ মানুষ যেন আক্রান্ত না হয় এবং এ নিয়ে কোনো ধরনের সমস্যা যেন তৈরি না হয়, এ বিষয়টি আমরা জোরের সঙ্গে বলেছি।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা তারা করছেন এবং তিনি বলেছেনও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার জন্য তিনি কাজ করছেন। আমরা প্রত্যাশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোরালোভাবে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানবে না বিএনপি।