শেখ হাসিনা জাতীয় বেঈমান

জনগণের পাশে থেকে ভালো আচরণের মাধ্যমে তাদের আস্থা অর্জন করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারো চান্স নেই। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। 

তিনি বলেন, ‘বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।

সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বার বার জীবন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বার বার তাদের বঞ্চিত করেছে। আমরা লড়াই করে, সংগ্রাম করে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা বসিয়েছি। দেশের এ পরিবর্তনকে মানুষ স্বাগত জানিয়েছে। 

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান যখন দেশের হাল ধরেছিলেন তখন আমরা বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছিলাম, নতুন করে অর্থনৈতিক কার্যক্রম ফিরে এসেছিল। দেশ যখন উন্নতির দিকে ধাবিত হচ্ছিল তখন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। 

শেখ হাসিনাকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে নজরুল ইসলাম খান বলেন, বার বার দেশে গণতন্ত্র হরণ করা হয়েছে। আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই-আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৩১ দফা হলো রাষ্ট্র কাঠামো সংস্কারের দফা।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় আয়োজিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম।

জনসভায় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান, রাশেদুল হাসান রনজন ও হারুন অর রশিদ খান হাসান।