শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসের স্থান হবে না: হাসনাত আব্দুল্লাহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেটি রক্ষা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে আর কোনো সন্ত্রাসের স্থান হবে না।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমাদের লড়াই শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের বিরুদ্ধে নয়, এটি নির্যাতন, নিপীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি বিপ্লব।’ তিনি বলেন, এই লড়াই কখনো শেষ হবে না, এটি অব্যাহত থাকবে যতদিন না শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাস দূর করা হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন ‘ছাত্রলীগ যে পথে, ছাত্রদল সেই পথে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসী মুর্দাবাদ’, এবং ‘কুয়েটে রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়েছে’।
বিক্ষোভে অংশ নেওয়া হাসিব আল ইসলাম বলেন, ‘আমরা দেখেছি, কুয়েটার ভাইদের ওপর হামলা চালানো হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা হামলাকে সমর্থন করবে, তারা আমাদের ভাই নয়, তারা সন্ত্রাসী।’
সমন্বয়ক তাহমিদ আল মুদাসসির চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর শিক্ষাঙ্গনে সন্ত্রাসের আগমনকে ইতিহাস কখনো ভুলবে না। একসময় ছাত্রলীগ এই সন্ত্রাসের অশুভ দানব ছিল, এখন তারা বিলুপ্ত। ছাত্রদলকে যদি আরও এমন কর্মসূচি নিতে চায়, তাদের জন্য প্রস্তুত থাকতে হবে।’
সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘যখন আমরা লাইব্রেরির সামনে কর্মসূচি পালন করতাম, তখন ছাত্রলীগ মধুর ক্যান্টিনে বসে ছিল। আজ তারা কুয়েটের হামলাকারীদের সমর্থন দিচ্ছে, যা তাদের ফ্যাসিবাদের বৈধতা দিচ্ছে।’
আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘আমরা যখন সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের জন্য সংগ্রাম করছিলাম, তখন আবু সাঈদ, ওয়াসিমরা শহীদ হয়েছেন। কিন্তু আজ সেই ক্যাম্পাসেই আবার সন্ত্রাসী হামলা হয়েছে। ছাত্রদলকে বলতে চাই, আপনারা কি চাইছেন, আরও বেশি রক্ত ঝরুক?’
অতীতে, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছিলাম, এবার ছাত্রদলকেও বিতাড়িত করতে আমাদের সময় লাগবে না।