পিলখানায় হত্যার দায়ে হাসিনার ৫৭ বার ফাঁসি হবে: আমান উল্লাহ

ষোল বছর আন্দোলন করে জনগণের অধিকার রক্ষা করা হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করা হয়েছে।

তিনি বলেন, 'দীর্ঘ ষোল বছর আমরা আন্দোলন করে জনগণের অধিকার রক্ষা করেছি। সবশেষে ছাত্র-জনতার মাধ্যমে দেশ স্বেরাচারমুক্ত হয়েছে। তবে আমাদের সামনে কঠিন সময় আসছে, আর এই কঠিন সময়ে আমাদের সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে, দেশের ভবিষ্যৎ গঠনের জন্য প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে টাউন ফুটবল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে আপনাদের নেতৃত্ব দেবেন, আর নির্বাচন করবেন। দেশ যাবে কোন পথে, তার ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশের মানুষ দেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনামুক্ত করেছে। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আসন্ন রমজানে দ্রব্যমূল্য কমানোর দাবিও জানান তিনি।

তিনি বলেন, ‘তারেক রহমান ৩১ দফায় আমাদের সামনে একটি সুস্পষ্ট দিক-নির্দেশনা দিয়েছেন। এতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না।

আমান আরও বলেন, ‘শেখ হাসিনা পিলখানায় যে ৫৭জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছেন। এ হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের ৫৭ বার ফাঁসি হবে। আমাদের আইন-আদালত এবং জনগণ হাসিনাসহ তার দোসর কাউকেই রেহাই দেবে না।’

তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। হাজার হাজার ছাত্র হত্যার শিকার হয়েছেন। আর এসব হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের কঠিন বিচার চাই।’

জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। আর সঞ্চলনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।