স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামায়াত আমিরের
কারান্তরীণ দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। তিনি এখনও বন্দী রয়েছেন। একে একে সকল জাতীয় নেতা মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি।
তিনি আরও বলেন, এই জুলুমের প্রতিবাদ এবং এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব।
তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বানও জানান তিনি। সময় মতো তাকে যথাস্থানে পাওয়া যাবে বলেও উল্লেখ করা হয় ওই ফেসবুক পোস্টে।
উল্লেখ্য, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আজ রিভিউ শুনানির কথা ছিল। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য ৯ নম্বরে ছিল। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।