আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই ভোট বা নির্বাচন চাইব এটাই স্বাভাবিক 

আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দল হিসেবে বিএনপি সরকারকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। কারণ এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য।’ 

মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সেই নিরপেক্ষতা তারা বজায় রাখবেন।’

যারা নির্বাচনের বিরোধিতা করছে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বলেছেন, ‘আজকে আমরা দেখছি, কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়; বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না।’

‘আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, জনগণের কাছে ভোট চাইবো, দেশের মধ্যে নির্বাচন চাইবো, এটিই স্বাভাবিক ব্যাপার।’

তারেক রহমান বলেন, ‘একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কি-না, সেটি আমাদের ভেবে দেখতে হবে।’