অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার: রিজভী
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার আখ্যা দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে, তবে ডিসেম্বর কেন জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব।
শুক্রবার (৭ মার্চ) রাজশাহীতে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আইনশৃংখলা বাহিনীর গুলিতে নগরীর ভূবন মোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
নির্বাচন করতে এতো সময় লাগবে কেন, প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘এ নির্বাচন ১৫ বছর শেখ হাসিনা আটকে রেখেছিল। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেননি। ভোটাররা যাওয়ার আগে তাদের ভোট দেওয়া হয়ে গেছে। দিনের ভোট রাতে হয়েছে। আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে-মুচড়ে ধংস করে দেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানগুলোকে সজিব করতে হবে; প্রণবন্ত করতে হবে।
এগুলোর জন্য এতো গড়িমসি কেন প্রশ্ন তুলেন রুহল কবীর রেজভী। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে, তবে ডিসেম্বর কেন জুনের মধ্যেই নির্বাচন সম্ভব; জুলাইয়েই নির্বাচন করা সম্ভব। কারণ, দেড় যুগ ধরে জনগণ ভোট দিতে পারেন না। আর এটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তী সরকারের প্রতি।
তিনি বলেন, আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার। ফলে এ সরকার সুন্দর নির্বাচন করতে পারবে। নির্বাচন নিয়ে গড়িমসি গ্রহণযোগ্য নয়।
রিজভী বলেন, পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের ওপর অত্যাচার করতে না পারে; সেই সংস্কারগুলো করতে কতক্ষণ সময় লাগে? সেই আইনগুলো করুন। আর এই আইন করতে তো নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার না হলে কি করে এটা সম্ভাব? এ জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার।
‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।