নতুন কুতুবদের ভাষা-বিবৃতি ‍শুনলে মনে হয়, তারা বিশৃঙ্খলা চাইছে: ফখরুল

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু কুতুবের আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবার ১০০ গাড়ির বহর নিয়ে অনেকে নির্বাচনি প্রচারে যান উল্লেখ করে বাংলাদেশের উন্নতিতে এদের ‘ভূমিকা’ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকাল সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে। তারা যে বাংলাদেশকে কোথায় নিতে চান, আমাদের জানা নেই।’

‘তাদের ভাষা, শব্দ কিংবা বিবৃতি শুনলে মনে হয়, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, গণতন্ত্র চাইছে না; তাই আমাদের সতর্ক থাকতে হবে।’

গতকাল (সোমবার) শতাধিক গাড়ির বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নির্বাচনি প্রচারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে এ সময় তিনি বলেন, ‘যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন (নির্বাচনি প্রচার) করতে যায়, তারা আসলে কী করবে—সেটা আমরা ভালো বুঝি।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে।’

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে যেতে হবে। গণতন্ত্র ছাড়া জনগণের কল্যাণের আর কোনো পদ্ধতি নেই বলে মনে করেন তিনি।

নির্বাচন পিছিয়ে অন্য কাউকে সহায়তা করতে, দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বল মত দেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

এ সময় সম্প্রতি সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘দেশে এমন সংকট তৈরি হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত বিতর্কিত করার চেষ্টা চলছে। যারা সংকটে আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের সুরক্ষা দেয়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।’