মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করেছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শ্বাসরূদ্ধকর এবং নির্যাতনের বাইরে গিয়ে মানুষ এবারের ঈদ অনেকটা স্বস্তিতে উদযাপন করেছে।

আজ মঙ্গলবার (১ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় এই নেতা তার চুয়াডাঙ্গা শহরের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবারের ঈদের প্রেক্ষাপটটাই ভিন্ন। দীর্ঘ ১৬/১৭ বছরের যে স্বৈরতান্ত্রিক একটি সরকার জগদ্দল পাথরের মতো জাতির কাঁধে চেপে ছিল সেদিক থেকে চুয়াডাঙ্গা বিচ্ছিন্ন নয়। এই অঞ্চলেও নির্মম নির্যাতন হয়েছে। হামলা-মামলার মুখোমুখি হয়েছে মানুষ। সে প্রেক্ষাপটে এবারের ঈদ একেবারেই ভিন্নধর্মী।’