বিক্ষোভের ডাক এনসিপির
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়েছেন, রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। তিনি বলেন, ‘বিক্ষোভে দেশের আপামর জনতাকে অংশ নেওয়ার অনুরোধ জানাই। সকলে অংশগ্রহণ করুন। জায়নবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক।’