বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নতুন কর্মসূচি

বিএনপি ঘোষিত ৩১ দফাসহ বিভিন্ন বিষয়ে তরুণদের মতামত জানতে দলটির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

তরুণদের অংশগ্রহণে আগামী মে মাসে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বগুড়ায় তারা যৌথভাবে সেমিনার ও সমাবেশ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

আজ সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী ৯ মে চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু হবে এই কর্মসূচি।

সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল একটি রাজনৈতিক উদ্যোগ গ্রহণ নয়, বরং একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকার ব্যবস্থার প্রয়াস। যেখানে তরুণেরা কেবল ভোটার নয়, বরং আগামীর নীতিনির্ধারক, চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি বিভাগে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে একটি সেমিনার, যার শিরোনাম ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ।’