মেজর হাফিজের যে উপদেশ শুনেননি সাকিব

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের একটি উপদেশ না শুনে বিপদে পড়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। ঢাকায় আজ (৩ মে) এক অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন নিজেই এ মন্তব্য করেছেন।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে আজ। মেজর (অব.) হাফিজ অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদানের সময় তিনি খেলোয়াড় থাকা অস্থায় কারও রাজনীতিতে যোগ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন। আর এই সময়ই সাকিবের উদাহরণ তুলে ধরেন।

মেজর (অব.) হাফিজ বলেন, ‘সাকিব আল হাসান একদিন আমার বাসায় এসেছিল। আমার পরিচিত সামরিক বাহিনীর এক কর্মকর্তা তাকে নিয়ে এসেছিল। বলল, আপনার সঙ্গে দেখা করবে। আপনার পরামর্শ নিতে চায়। আমি বললাম, আমি তো বিরোধী দল করি। সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগ দেওয়ার জন্য আসবে না।’

তবে সাকিব ঠিকই সাবেক ফুটবলার ও রাজনীতিবীদ মেজর (অব.) হাফিজের বাসায় যান। অনেক আলোচনাও হয় তাদের মাঝে। মেজর (অব.) হাফিজ বলেন, ‘এক ফাঁকে, তাকে একটা উপদেশ দিয়েছি। যেটি যে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি- যাই করো না করো, আওয়ামী লীগ কোনো দিন করবে না। সে এটা শুনে সে বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে, সেটা হবে; এমপি তো হবেই। আমি তাকে বললাম, আমিও তোমার মতোই খেলোয়াড় ছিলাম। আমাদেরও পরিচিতি ছিল। পাকিস্তান জাতীয় দলে এক সময় আমি একাই বাঙালী ছিলাম। অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম আমরা। খেলোয়াড়ী অবস্থায়, জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগ দেওয়া আমার মনঃপুত হচ্ছে না।’

সাকিবকে মেজর (অব.) হাফিজ আরও বলেছিলেন, ‘তোমার অনেক নাম হয়েছে। বেশ কয়েক বছর ধরে সেরা অলরাউন্ডার হিসেবে তোমাকে দেখছি। এখন তুমি রাজনীতিতে যেও না। আর গেলেও এই দলটির আর বেশি দিন আয়ু নাই।’

মেজর (অব.) হাফিজের কথায়, ‘সে (সাকিব) চুপচাপ খানিক পর চলে গেল। যদি সে আমার কথা শুনতো এবং এভাবে রাজনীতিতে না যেত, এই ডামি নির্বাচনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে।’