ঢাকায় ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করবে বিএনপি : তারেক রহমান
আগামী সাধারণ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে রাজধানী ঢাকায় সকলের জন্য ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ‘খেলাধুলাটি কমপক্ষে দুইটি ওয়ার্ডের মাঝামাঝি তিন থেকে চার বিঘা জমিতে তৈরি করা হবে। যেখানে শিশুরা খেলাধুলা করবে, বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন—আমাদের এমনই একটি চিন্তাভাবনা আছে।’
সোমবার (১৯ মে) লন্ডনের একটি হোটেলে ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তারেক তার পরিকল্পনার কথা জানান।
কোকোর স্মৃতি স্মরণ করে তারেক বলেন, তার ছোট ভাই দেশের ক্রীড়া অঙ্গনে অবদান রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্ভাবনাময় তরুণ ক্রীড়াবিদদের বাছাই করে তাদের গড়ে তোলার জন্য বিকেএসপির চারটি বিভাগীয় অফিস সম্পূর্ণরূপে কার্যকর করা হবে।
জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তার দল দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দেবে।
ঢাকায় খেলার মাঠের সংকটের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য খেলাধুলার বিকল্প নেই।